এ বছর প্রথম বারের মতো বগুড়ায় অনুষ্ঠিত হলো ১৫তম ফিজিক্স অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব। পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার সার্বিক তত্ত্বাবধায়নে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড এর আয়োজনে ২৭ ডিসেম্বর শুক্রবার সকালে পুণ্ড্র ইউনিভার্সিটি ক্যাম্পাসে জাতীয় সংগীত সহযোগে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্যদিয়ে ফিজিক্স অলিম্পিয়াড বগুড়া আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। উদ্বোধন পর্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের তাত্তি¡ক পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোঃ তানভীর হানিফ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম. রফিকুল আহসান। পাবনা, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও বগুড়া জেলার তিন শতাধিক স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা ৪টি ক্যাটাগরীতে বিভক্ত হয়ে ফিজিক্স অলিম্পিয়াড বগুড়া আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে। বগুড়া ও পাশর্^বর্তী জেলাসমূহের বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকের উপস্থিতিতে পুণ্ড্র ইউনিভার্সিটি ক্যাম্পাস ছিল মুখরিত। সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোঃ তানভীর হানিফ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওটি ভাইস-চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান, ট্রেজারার মোঃ জাহেদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম রফিকুল আহসান, টিএমএসএস এর পরামর্শক বিজ্ঞানী সঞ্জয় কে দাস ও পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল। সমাপনী পর্বে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। পুরস্কার বিতরণী পর্বে ৫ম-৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ‘এ’ ক্যাটাগরীতে ৭ জন, ৭ম-৮ম শ্রেণীর শিক্ষার্থীদের ‘বি’ক্যাটাগরীতে ২১ জন, ৯ম-১০ম শ্রেণীর শিক্ষার্থীদের ‘সি’ ক্যাটাগরীতে ৪৩ জন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ‘ডি’ক্যাটাগরীতে ১০ জন বিজয়ী শিক্ষার্থীকে সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সকল বিভাগীয় প্রধান, হল প্রভোস্টগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টাসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
- December 27, 2024
- PUB